Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে আগুনে ৫০টি ঘর ভস্মীভূত

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি শিবিরে আগুন লেগে ৫০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। গত মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ার কাছে বাও দু ফা-২ শিবিরে আগুন লাগে বলে জানিয়েছেন ৩০ বছর বয়সী খিন মায়ুঙ মায়েন্ত। অগ্নিকা-ের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুন লাগার পর দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তারা অগ্নিদগ্ধ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছেন বলেও জানিয়েছেন মায়েন্ত। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ওই এলাকার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ছয়টি পরিবার বসবাস করতেন শিবিরের এমন একটি অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ২০১২ সালে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ রাখাইনদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রাণঘাতী সংঘর্ষে বাস্তুচ্যুত রোহিঙ্গারা শিবিরটিতে আশ্রয় নিয়ে আছেন। প্রায় ১ লাখ ২৫ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা মিয়ানমারের বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়ে আছেন। রোহিঙ্গাদের একটি বড় অংশ দেশ থেকে পালিয়ে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে আগুনে ৫০টি ঘর ভস্মীভূত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ