মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টেলিভিশন অনুষ্ঠানে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবের অমৃতসরে দায়ের করা মামলায় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান এবং কমেডিয়ান ভারতী সিংকেও আসামি করা হয়েছে।
পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের ভিত্তিতে গত বুধবার মামলাটি দায়ের হয়েছে। মামলার অভিযোগের সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেয়া হয়েছে। ওই ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দ-বিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অমৃতসরের রুরাল এসএসপি বিক্রম জিৎ দুগ্গাল বলেছেন, আমরা তিন জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি আর এনিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।