পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর, দক্ষিণ) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘নির্বাচনে শরিক হওয়া বিপ্লবের অংশ, তেমনি নির্বাচন বর্জন করাও বিপ্লবের অংশ। তিনি বলেন, এই সরকার নির্বাচনের কোনো পরিবেশ রাখেনি। নির্বাচন ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তবুও নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তবে নির্বাচন কমিশনের আচরণ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে, ঢাকার সিটি নির্বাচনে অংশ নেব কি না।
গতকাল ঢাকার দুই সিটির আসন্ন নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, যে সংবিধান অনুযায়ী, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। আর প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচন কমিশন। যে কমিশন সংবিধানকে সমুন্নত রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেবে। কিন্তু আমরা বর্তমান নির্বাচন কমিশনের আচরণে চরম হতাশ।
তিনি বলেন, আমরা জনগণের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই। আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এই দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে, আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য রাজপথে সৎ, ত্যাগী ও আদর্শবান রাজনীতিকদের রাজনীতিতে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার অনুকূল পরিবেশ তৈরির লড়াই অব্যাহত রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।