Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুধ বিক্রি মহাপাপ যেখানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম


দুধ খুবই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ পানের গুরুত্ব অপরিসীম। তবে শুধু শিশু-কিশোর নয়, সকল বয়সের মানুষের জন্যই দুধ পানের গুরুত্ব রয়েছে। এছাড়া, দুধকে পবিত্র মনে করা হয় এবং বিভিন্ন উৎসব পালনেও এর ব্যবহার রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, বিশ্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে দুধ বিক্রি করা মহাপাপ। সেটি হচ্ছে ভারতের আগ্রার তাজমহল থেকে দুই কিলোমিটার দূরে কুয়া খেদা গ্রাম। এই গ্রামে দুধ বিক্রি করাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয় এবং আদিকাল থেকে এই অদ্ভুত নিয়ম অনুসরণ করে আসছেন গ্রামের বাসিন্দারা। গ্রামটির বেশিরভাগ অধিবাসী গবাদি পশুপালনে জড়িত। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কুয়া খেদা গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। গ্রামটির বাসিন্দারা দুধ বিক্রি বা ক্রয় করেন না। তাদের মতে, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে পাপ হবে। প্রচলিত রয়েছে যে, গ্রামের কোনো বাসিন্দা যদি দুধ বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার পরিবারের সদস্যরা অনাকাক্সিক্ষত সমস্যার মুখোমুখি হবেন এবং মারাত্মক বিপদেও পড়তে পারেন। টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুধ

১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ