Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৬ এএম

কাজাখস্তানের আলমাটি এলাকায় ১০০ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আরোহীদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭:২২ মিনিটে বেক এয়ারের উড়োজাহাজটি আলমাটি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়। উচ্চতা হারিয়ে প্লেনটি একটি কংক্রিটের দেয়াল ও দোতলা বাড়িতে আছড়ে পড়ে।

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুর সুলতানে যাচ্ছিল।

বিমানটিতে ৯৫ জন যাত্রী ও পাঁচজন কর্মী ছিল বলে জানা গেছে।

বিমান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা। উদ্ধার অভিযান এখনো চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ