রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
কিশোরগঞ্জ উপজেলা শহর থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি গত ১২ বছর আগে পাকাকরণ করা হয়। পাকাকরণ করার পর দীর্ঘদিন পেড়িয়ে গেলেও সড়কটি আর কোন সংস্কার করা হয়নি। এতে করে গেল বর্ষা মৌসুমে ওই সড়কের বড়পুল থেকে ময়দানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটির বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এছাড়া সড়কটির দু’ধার বিভিন্ন স্থানে ধসে গেছে। এই অবস্থায় এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিনেই ঘটছে ছোট-খাট দুর্ঘটনা।
এই সড়কে চলাচলকারী বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের বাসিন্দা আবু হাশেম, মমিনুর রহমান, ট্রাক চালক আব্দুল করিম বলেন, প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করে সড়কটি দিয়ে। সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্যক গর্তের সৃষ্টি হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।
কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মফিজুল হক জানান, সড়কটি মেরামতের জন্য সম্প্রতি দরপত্র আহবান করা হয়েছিল। কিন্তু কোন ঠিকাদার দরপত্র দাখিল না করায় দ্বিতীয়বারের মত দরপত্র আহবান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।