Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

নারায়ণগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামের সামনে থেকে আরিফা আক্তার স্নেহা (১৫) নামে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। স্নেহা আগামী বছর নগরের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। স্নেহার গ্রামের বাড়ি নোয়াখালীতে হলেও সে নগরের নিউ জিমখানা রেলওয়ে কলোনীতে নানা শাহ আলমের বাড়িতে থেকে লেখাপড়া করতো। এ ব্যাপারে গতকাল দুপুরে স্নেহার নানা শাহ আলম বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার বরাত দিয়ে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, গতকাল সকালে স্নেহা পাইকপাড়া এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। আলাউদ্দিন খান স্টেডিয়ামের সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার বখাটে মো. রিয়াজ ও তার সহযোগীরা স্নেহাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ