Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আলাপ করেই সিদ্ধান্ত’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম


জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। তবে ইতিপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সাথে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। গতকাল বনানী অফিস মিলনায়তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, যেহেতু দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। দেশের মানুষের ধারণা জাতীয় পার্টি নির্ঝঞ্জাট এবং জনকল্যাণ মুলক একটি দল। বলেন সন্ত্রাস, চাঁদাবাজী এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারন মানুষের একটি আগ্রহ আছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছাড়াও অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা প্রমূখ।

এদিকে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন পত্র বিতরণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ