Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট ওসমানী হাসপাতালের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৪:৫২ পিএম

সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই তিনি সরকারের পক্ষ থেকে সিলেটের উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছ রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ