Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৬:১১ পিএম

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছেন এক সরকারি কর্মকর্তা। মঙ্গলবার নগরীর আগ্রাবাদ সিজিএস বিল্ডিং ১-এ অভিযান চালিয়ে আমদানি-রফতানি নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী নিয়ন্ত্রক মো. আল মাহমুদ হোসেনকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. মাহবুবুল আলম দৈনিক ইনকিলাবকে জানান, আশা করপোরেশনের কর্মকর্তা আজিমুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় আল মাহমুদ হোসেনকে গ্রেফতার করা হয়। আইআরসি নবায়ন করতে গড়িমসি করছিলেন ওই কর্মকর্তা।
একপর্যায়ে এ কাজের জন্য তিনি আজিমুল ইসলামের কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে আদালতে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ