মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বর্ণপদকপ্রাপ্য এক শিক্ষার্থীকে ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রবেশ করতে দেয়া হয়নি। ছাত্রীর দোষ, তিনি হিজাব পরে সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন এবং তা খুলতে অস্বীকার করেছেন। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সমাবর্তনে সার্টিফিকেট ও স্বর্ণপদক গ্রহণ করার জন্য ওই মুসলিম ছাত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে হিজাব খুলে ফেলতে নির্দেশ দেন। ছাত্রীটি রাজি হননি।
এরপর তিনি যখন প্রেক্ষগৃহে বসেছিলেন তার বন্ধুদের সঙ্গে, নিরাপত্তারক্ষীরা তাকে বাইরে চলে যেতে বলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলে যাওয়ার পর বাকি পড়ুয়াদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছিল তাদের সার্টিফিকেট।
ওই ছাত্রী সার্টিফিকেটটুকু গ্রহণ করলেও স্বর্ণপদক গ্রহণ করতে অস্বীকার করেন। তার মতে, তাকে অকারণে প্রকাশ্যে অপমান করা হয়েছে। আর সেই কারণেই তিনি স্বর্ণপদক গ্রহণ করবেন না।
সূত্র : আজকাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।