বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিগঞ্জের আলোচিত সাঁওতাল হত্যা মামলা তদন্তের দায়িত্ব সিআইডির উপর ন্যস্ত করেছে আদালত। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক পার্থ চন্দ্র ভদ্র এই আদেশ দেন। এর আগে আদালত পিবিআই এর উপর তদন্তভার দেয়। সে অনুযায়ী পিবিআই তদন্তের পর ৯০জনকে আসামী করে আদালতে প্রতিবেদন দাখিল করে। কিন্তু বাদী পক্ষ মূল আসামীদের আড়াল করার অভিযোগ এনে আদালতে পিবিআই তদন্তের বিরুদ্ধে নারাজি আবেদন জমা দেন। এরই প্রেক্ষিতে শুনানী শেষে আদালত মামলাটির পুনরায় তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদাফার্মের জমি থেকে সাঁওতাল উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। এ ঘটনায় ওই সময় রামপুর মাহালীপাড়া গ্রামের মৃত সমেশ্বর মুরমু’র ছেলে শ্রী স্বপন মুরমু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।