Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭১ জুটির বিয়ে এক মঞ্চে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

একসঙ্গে বিভিন্ন গোত্রের ২৭১ জুটির একইদিনে, এক মঞ্চে বিয়ে সম্পন্ন হয়েছে। এসব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এ বিয়ে নতুন নয়, ভারতের গুজরাট রাজ্যের সুরাজে গত ৯ বছর ধরে এমন বিয়ের আয়োজন করা হচ্ছে। ওই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন গুজরাট রাজ্য সরকারের মন্ত্রী ভূপেন্দ্র সিং ও গণপত সিং বাসুভা। আয়োজনে অংশ নেয়া যুগলরা মালা বদল ও নিজ রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যুগলও ছিলেন, যারা নিজ ধর্মমতে বিয়ে করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক নারী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমার কোনো ভাই-বোন নেই। আমি এই অনুষ্ঠানের কাছে চিরকৃতজ্ঞ। আয়োজকরা অসম্ভবন সুন্দর আয়োজন করেছেন। আর এ আয়োজনে অংশগ্রহণে আমাকে সমর্থন দেয়ার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই।’এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ