বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নদ-নদী, খাল-ছড়াসহ প্রাকৃতিক জলাশয় উদ্ধারে দেশব্যাপী একযোগে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।এর অংশ হিসেবে সোমবার সকাল থেকে ময়মনসিংহের ফুলপুরে খড়িয়া নদির তীরবর্তী সরকারি খাস জমির অবৈধ স্থাপনা ও অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে ফুলপুর উপজেলা প্রশাসন।
সকাল ১০টা থেকে পৌর এলাকার আমুয়াকান্দা বাজার মোড় থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে নদির জায়গা দখল করে গড়ে উঠা কলেজ রোডসহ আশ পাশের আধাপাকা ও টিনশেড ঘর এবং দোকানপাট উচ্ছেদ করা হয়। সেই সাথে ১দিনের মধ্যে অনেককে তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে বলা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা অরুণ কুমার সাহা, ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা বিনয় কুমার সরকারসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ ফোর্স।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের দেশের জলাশয়গুলো অর্থাৎ নদ-নদী যেগুলো আছে সেগুলো উদ্ধার করার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার প্রেক্ষিতেই ফুলপুরে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমে দেশের নদীগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, এ উচ্ছেদ অভিযানে বাসস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন কলেজ রোডে কয়েকটি ছিন্নমূল পরিবার। তারা বলছেন, মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে ফেলায় তাদের খোলা আকাশের নিচে থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।