Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বহুতলভবনসহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সওজ

সাভার থেকে সেলিম আহমেদ | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৬ পিএম

ঢাকার সাভারে চলমান উচ্ছেদ অভিযানে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা বহুতলভবনসহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে পাকিজা ডায়িং ফ্যাক্টরীর দেয়াল ভেঙ্গে জমি উদ্ধার করা হয়। এছাড়া কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ, সুরুচি, শুভেচ্ছা, ইসলামিয়া রেস্টুরেন্ট, টিনসেড দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা গুদিয়ে দেয়া হয়েছে।
পাকিজা ডায়িং ফ্যাক্টরীর সীমানা প্রাচীর ও অস্থায়ি সেড, বেশ কয়েকটি কাঁচা বাজার উচ্ছেদ করা হয়।

সওজের নির্বাহী ম্যাজিষ্ট্রেট যুগ্ম সচিব (সম্পত্তি ও আইন) মাহবুবুর রহামান ফারুকী জানান, মহাসড়ক বর্ধিত করার জন্য হাইকোর্টের নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয় সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায়।

তবে চৌরুঙ্গী সুপার মার্কেটের অবৈধ অংশ ভাংতে গিয়ে বাধার মুখে পরেন সওজ কর্মকর্তারা। এপ্রসঙ্গে যুগ্ম সচিব মাহবুবুর রহামান ফারুকী বলেন, চৌরুঙ্গী সুপার মার্কেট কর্তৃপক্ষের দাবী জায়গা নিয়ে মামলা চলতেছে। তাই সার্ভেয়ার দিয়ে তাদের জমি মেপে এরপর অভিযান চালানো হবে। তিনি বলেন, বাধা দিয়ে কোন কাজ হবে না। ভাংগা পরবে নিশ্চিত।

এরআগে গত ২৬নভেম্বর পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানার প্রধান প্রশাসনিক কর্মকর্তা শফিউল আলম কারখানার ভিতরে সওজের জমি থাকায় ৫দিনের সময় চেয়ে নেন। কিন্তু সেই সময়ের মধ্যে নিজেরা ভেঙ্গে না নেয়ায় সওজ কর্মকর্তারা এসকেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
অভিযানে সড়ক ও জনপথের কর্মকর্তারা ছাড়াও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ