Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরলো ৯ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 অনেক দিন ধরে মা-বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে সবুজ। ছেলের ইচ্ছাকে অপূর্ণ রাখেননি বাবা। গত শুক্রবার সন্ধ্যার দিকে শহর থেকে নতুন একটি মোটরসাইকেল কিনে দেন তিনি। গতকাল শনিবার সকালের দিকে বাবার কিনে দেওয়া নতুন মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ হোসেন। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি না দিতেই রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সবুজ। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক ও পৃথক ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত হয়েছেন ৮ জন। আমাদের সংবাদদাতাদের তথ্যে প্রতিবেদন:
বগুড়া : নিহত সবুজ হোসেন (১৪) উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের ছাবেদ আলীর ছেলে এবং মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
বরিশাল : বরিশালে পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় দুজন ও গাছ কাটার সময় ডাল চাপা পড়ে একজন এবং দেয়াল চাপা পড়ে আরেকজনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় মারা যওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইজিবাইক চালক সিদ্দিকুর রহমান (৫৫) ও ইজিবাইকের যাত্রী সংবাদপত্র বিক্রেতা লোকমান হোসেন (৩৭)। অন্য দুজন হলেন মিন্টু মিস্ত্রি ও মোখলেস মিয়া।
স্থানীয় সূত্র জানায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার অলংকারকাঠি গ্রামের মিন্টু মিস্ত্রি গাছ কাটার সময় ডাল চাপা পড়ে আহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার মোখলেস মিয়া দেয়াল চাপা পড়ে আহত হন। শনিবার সকালে বরিশাল হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে শুক্রবার রাতে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারসংলগ্ন কামিনী ফিলিং স্টেশনের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাস একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী সংবাদপত্র বিক্রেতা লোকমান নিহত হন। স্থানীয়রা ইজিবাইকের চালক সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাসচাপায় আসাদুজ্জামান বাবুল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার জগন্নাপুর ইউনিয়নের পল্লীবিদ্যুতের সামনে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান বাবুল সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পিয়ন পদে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরচাপায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গত গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু হয়েছে। নিহত তপন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মৃত অমর বিশ্বাসের ছেলে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাইক্রোবাস চাপায় রনি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বারমাষ্টারহাট নামক এলাকায় বরের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি লক্ষ্মীপুর পৌর শহরের ইটের পুল এলাকার অটোচালক জাকির হোসেনের ছেলে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জে অটোবাইক চাপায় লাবিব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অটোবাইকটি আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল সূত্রে জানা যায়, শিশু লাবিব ওই সময় বাড়ি থেকে ভেগির মোড় নামক স্থানে মুদি দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ভটভটির পিছনে থাকা একটি অটোবাইকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু লাবিব উত্তর রাজিবপুর গ্রামের আলাওলের ছেলে। এ ঘটনায় শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, শিশু নিহতের ঘটনার শুনে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ