Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শেষ চারে ব্যর্থ ফারজানা-তুলি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৮:০৪ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজের সেমিফাইনাল পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের আশার আলো ছিলেন ফারজানা আক্তার ও সুমাইয়া আক্তার মিম তুলি। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল টপকাতে পারলেন না তারা। নারী দ্বৈত ইভেন্টে ফারজানা ও তুলি জুটি ৯-২১ ও ১১-২১ পয়েন্টে হারে নেপালের জেসিকা গুরং ও রসিলা মহার্জন জুটির কাছে। সেই সঙ্গে শেষ হয়ে যায় টুর্নামেন্টে বাংলাদেশ অধ্যায়। পাঁচ ইভেন্টে শেষ চারের দশটি ম্যাচ ছিল শনিবার। এদিন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা এককে থাইল্যান্ডের কৃত্তাপর্ণ ২-০ সেটে মালয়েশিয়ার ঝিং ই তানকে, ভারতের ত্রিশা জলি ২-০ সেটে স্বদেশী পারাসারকে হারিয়ে ফাইনালে উঠেন। পুরুষ এককে ভারতের মেইরাবা লুওয়াং ২-১ সেটে মালয়েশিয়ার ফাজরিককে এবং মালয়েশিয়ার কেন ইয়ন অং ২-০ সেটে ভারতের বিকাশ প্রভুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। পুরুষ দ্বৈতে মালয়েশিয়ার ইয়ন ইয়োগেন ও ঝেন ই অং জুটি স্বদেশী বে চুন ও গো বুন জুটির বিপক্ষে ওয়াক ওভার পেয়ে ফাইনালে উঠে। মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার চং ই জ্যাক ও উং কিয়াও জুটি স্বদেশী বেহ চুন মেং ও চেংসুর বিপক্ষে ওয়াক ওভার পেয়ে ফাইনালের টিকিটি পান। রোববার দুপুর ১২টা থেকে ফাইনাল খেলাগুলি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ