নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে বিমান বাংলাদেশ চ্যাম্পিয়ন ও হামিদ গ্রুপ রানার্সআপ হয়েছে। শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সবগুলো ইভেন্টের ফাইনাল ম্যাচ। নারী একক ইভেন্টে বিমানের কনিকা রানী চ্যাম্পিয়ন ও হামিদ গ্রুপের সামাহা রানার্সআপ হন। পুরুষ এককে ইউরোপা গ্রুপের মোহাম্মদ মিনহাজ চ্যাম্পিয়ন ও বিকাশের রইস উদ্দিন রানার্সআপ হন। পুরুষ দ্বৈতে গ্রামীণফোনের কামরুল ও সালেহ জুটি চ্যাম্পিয়ন ও বিমানের শামীম ও নাফি জুটি রানার্সআপ হয়। নারী দ্বৈতে বিমানের রুহি ও নুপুর চ্যাম্পিয়ন এবং হামিদ গ্রুপের সামাহা ও জাভেরিয়া জুটি রানার্সআপ হয়। মিশ্র দ্বৈতে হামিদ গ্রুপের কবির সুমন ও জাভেরিয়া জুটি চ্যাম্পিয়ন ও বিমানের কনিকা রুহি ও কৌশিক বড়–য়া জুটি রানার্সআপ হয়।
এবারের কর্পোরেট ব্যাডমিন্টনে আট দলের ৬০ জন পুরুষ ও ২৫ জন নারী শাটলার অংশ নেন। দলগুলো হচ্ছে- আকাশ, হামিদ গ্রুপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এন্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।