Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানা দাশ, সুরঞ্জিত ও পীযূষ গংরা ডা. কালিদাস বৈদ্যের অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়ন করতে চায়

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা দ্বীন মোহাম্মদ কাসেমী এক বিবৃতিতে বলেছেন, রানা দাশ, সুরঞ্জিত সেনগুপ্ত ও পীযূষ গংরা ডা. কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন ছুতারদের অসমাপ্ত কর্মসূচি সমাপ্ত করতে চায়। ফেসবুক : গড়ংঃধভধ অহধিৎ কযধহ আইডিতে প্রকাশিত ডা. কালিদাস বৈদ্যের বই ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ পাঠ করলে এর সত্যতা অনিবার্য হয়ে ওঠে।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৫০ সালে পাকিস্তান ভাঙার জন্য ভারত থেকে ডা. কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন ছুতার, নিরুধ মজুমদার গংরা ১৯৭১ সাল পর্যন্ত যে কলাকৌশল খেলে ১৯৭১ সালে যে দুর্বিষহ যুদ্ধের দামামা বাজিয়েছিলেন, আজও রানা দাস, সুরঞ্জিত ও পীযূষ গংরা সেই খেলাই খেলে যাচ্ছেন। ’৭১ সালের ঘটনার জন্য ইতোমধ্যেই ৫ জনের ফাঁসি কার্যকর হয়েছে। এখন রানা দাস, সুরঞ্জিত ও পীযূষ গংদের কার্যকলাপে ভবিষ্যতে কতজনের প্রাণ যাবে, তা ভেবে অস্থির হয়ে উঠতে হয়। কালিদাস বৈদ্য তার বই ‘বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব’-এর সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট অভিযোগ উত্থাপন করে লিখেছেন, সূরা তওবার ৫নং আয়াত, সূরা নিসার ৮৯নং আয়াত, সূরা আনফালের ৩৯নং আয়াত, সূরা মোহাম্মদ-এর ৪নং আয়াতের অপব্যাখ্যা করে বলেছেন যে, ’৭১ সালে এদেশের মুসলমানরা এই আয়াতগুলো তামিল করতে গিয়ে ত্রিশ লাখ হিন্দুকে হত্যা করেছে, হিন্দুদের বাড়িঘর লুণ্ঠনের পর তা জ্বালিয়ে দিয়েছে। হিন্দু নারীদের নির্যাতনের পর ধর্ষণ করেছে। এখন এদেশের মানুষ জানতে চায় রানা দাস, সুরঞ্জিত, পীযূষ গং ও তাদের তাঁবেদার কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিছু তথাকথিত সুশীল সমাজের ব্যক্তি এবং এরশাদ, রওশনের মতো হনুমানদের সাথে নিয়ে কালিদাস বৈদ্যের দেয়া মিথ্যাগুলোকে সত্য প্রমাণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে নিয়ে তার প্রতিশোধ নিতে চায় কিনা? বইটি মোস্তফা আনোয়ার খান নিজের ফেসবুকে প্রকাশ করার মাধ্যমে একটি জাতীয় দায়িত্ব পালন করার জন্য তাকে মোবারকবাদ জানাচ্ছি। বইটি সকল শিক্ষিত মানুষের পড়া থাকা উচিত বলে আমি মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ