Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১:৩২ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইন্দুরকানী বাজারের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম মোড়েলগ্ঞ্জ উপজেলা পুটিখালী গ্রামের মৃত্যু আঃ সোবহান খান এর স্ত্রী । তিনি মোড়েলগঞ্জ থেকে কয়েক দিন আগে ইন্দুরকানী বাজারে তার জামাইর বাসায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসার ছাদে চালের গুড়া শুকানোর জন্য গেলে ছাদ সংলগ্ন ৬ হাজার তিনশ ৫০কেঃ বিঃ বোল্টের লাইন তারের স্পর্শে ৩ তলা ছাদ থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি মটিতে পড়ে যান । পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
এব্যাপারে তার মেয়ে স্কুল শিক্ষিকা জানান, সকালে মাকে বাসায় রেখে আমি এবং আমার স্বামী বের হয়ে স্কুলে যাই । খবর পেয়ে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ