পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশের বাধার কারণে নারায়ণগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। গতকাল বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে এ সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে জেএসডির সভাপতি আসম আবদুর রব প্রধান অতিথি থাকার ছিল। পুলিশের বাধার কারণে সম্মেলন করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে সম্মেলন করতে না দেয়ার বিষয়ে জেলা প্রশাসক ও সদর থানা পুলিশের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সংগঠনটির পক্ষ থেকে সম্মেলন করার অনুমতি চেয়ে তার কাছে আবেদন করা হয়েছিল। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে তিনি সরাসরি সম্মেলন করতে বারণ করেননি।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় তাদের সম্মেলন করতে নিষেধ করা হয়েছে।
এদিকে, গতকাল সন্ধ্যায় জেএসডি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলন করতে না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনাকে গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল বলে আখ্যায়িত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।