Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস্কৃত শ্লোকে কমবে ধর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ধর্ষণের বাড়বাড়ন্তে ত্যক্তবিরক্ত হয়ে পড়েছে গোটা দেশ। সবাই ধর্ষকদের কড়া শাস্তি চাচ্ছে। এই ধরনের অপরাধের ঘটনার জন্য স¤প্রতি পর্নসাইটগুলিকে দায়ী করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতে নারী নির্যাতনের ঘটনা রুখতে এই ধরনের ওয়েবসাইটগুলিকে বন্ধ করার দাবিও তোলেন তিনি। আর ঠিক তার পরেই ধর্ষণের ঘটনা ঠেকানোর জন্য শিক্ষার্থীদের সংস্কৃত শ্লোক শেখানোর পরামর্শ দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বৃহস্পতিবার নাগপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে কর্তৃপক্ষকে ছাত্রদের শ্লোক শেখানোর উপদেশ দেন তিনি।

ভাল ও খারাপ মানুষদের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘একসময়ে বাড়িতে বাড়িতে কন্যা পুজো হত। কিন্তু, এখন কী হচ্ছে? বদমায়েশ লোকজন মহিলাদের ধর্ষণ করে খুন করছে। এই ক্ষমতা কি হেনস্তার জন্য না প্রতিরক্ষার জন্য? তাই আমার মনে হয়, ছাত্রদের সংস্কৃত শ্লোক শেখানোর দরকার আছে। যাতে এই ধরনের অপরাধ আর না ঘটে।’
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পর্নসাইটগুলি বন্ধ করার আরজি জানান বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পর্নসাইট ও অশ্লীল কনটেন্টগুলি বন্ধ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই ধরনের ওয়েবসাইটগুলি কিছু মানুষের মনে বিরূপ প্রভাব ফেলছে। আর এর ফলেই বাড়ছে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা।
গত ১২ ডিসেম্বর সংসদে সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল নিয়ে আলোচনার সময় অদ্ভুত দাবি করেন বিজেপি সাংসদ গণেশ সিং। সংস্কৃতে কথা বললে কোলেস্টোরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বলে দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, যদি কম্পিউটার প্রোগ্রামিং সংস্কৃতে করা হয়ে তাহলে তা নিখুঁত হয়। তাদের পাশাপাশি আমেরিকার একটি গবেষণা সংস্থাও সংস্কৃত নিয়ে তাদের উচ্ছ¡াস প্রকাশ করেছে। তারা গবেষণা করে দেখেছে যে, প্রতিদিন সংস্কৃতে কথা বলা দেহের নার্ভ সিস্টেমকে উজ্জীবিত করে। ডায়াবেটিস ও কোলেস্টোরলকে সমুদ্রে ছুঁড়ে ফেলে। ইসলামিক ভাষাগুলিসহ বিশ্বের ৯৭ শতাংশ ভাষাই সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • Elias uddin ৫ জানুয়ারি, ২০২০, ১২:৪৮ এএম says : 0
    বিহারের মূখ্যমন্ত্রী।নরেন্দ্র মোদী।কি খবর চাপান বুঝিনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ