Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের সাড়ে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে: পররাষ্ট্র সচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ৮:০৮ পিএম

‘২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়ার পর তাদের সেবা ও ক্যাম্পের অবকাঠামো স্থাপনে সরকারের এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া তাদের থাকার জন্য ৬ হাজার ৫০০ একর বন জমি বরাদ্দ করা হয়েছে।’- পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এসব কথা বলেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) জেনেভায় প্রথম বৈশ্বিক উদ্বাস্তু ফোরামের প্লেনারি সেশনে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান।

এ সময় এম শহীদুল হক বলেন, মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতন ও গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের সাড়ে ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সহায়তা দেয়াসহ এই সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এ সময় রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্র সচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ