বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আরও ৫০ কোটি ডলার ঋণ দিতে চায় ভারত।তিনি বলেন, ২০১৮ সালে প্রতিরক্ষা সহযোগিতায় ঋণ হিসেবে বাংলাদেশ সরকারকে ভারত ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার লাইন অব ক্রেডিট দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রস্তাবিত ঋণ আমরা নিতে পারি। এই ঋণে আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীকে সমৃদ্ধ করতে পারি। -দ্য প্রিন্ট
ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ চীন থেকে সামরিক সরঞ্জামাদি কেনার পাশাপাশি ভারত থেকেও কিনতে চায়। বাংলাদেশের এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত আগামী মাসে বেঙ্গালুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২১’ তে অংশ নিতে ভারত সফরে যাবেন। মাসুদ বিন মোমেন বলেন, নয়াদিল্লি এনআরসি বিষয়ে আমাদের ‘আশ্বাস’ দিয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের উপর এর কোনও প্রভাব ফেলবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।