Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে কিশোর গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ৩:১২ পিএম

ঠাকুরগাঁও শহরে নিখোঁজের চার দিন পর প্রতিবেশীর বাথরুম থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যা করার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকা থেকে সুমনা আক্তারের লাশটি উদ্ধার হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান।
নিহত সুমনা (৯) শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার জুয়েল হোসেনের মেয়ে এবং সে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
তাকে হত্যার অভিযোগে আটক কিশোর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সুমনা গত রোববার বিকালে প্রতিবেশী ওই কিশোরের বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সোমবার শিশুটির বাবা জুয়েল হোসেন ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
ওসি আশিকুর বলেন, “সুমনা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে আমরা তৎপর ছিলাম তাকে উদ্ধারের জন্য। ওই প্রতিবেশীর বাড়িটিকে নজরদারিতে রাখা হয়। ওই বাড়িতে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরের গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
“জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ১৫ ডিসেম্বর বিকেলে সুমনাকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির বাথরুমের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রাখে।”
এরপর বাথরুমের মাটি খুড়ে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
কী কারণে সুমনাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি আশিকুর।
শিশুটির বাবা জুয়েল হোসেন বলেন, “আমার মেয়ে সুমনাকে নির্মমভাবে হত্যা করে বাথরুমের মাটিতে পুঁতে রাখা হয়। আমি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ