Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ার গোয়েন্দা সদর দফতরে বন্দুক হামলা, নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:২২ পিএম

রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদর দফতরে এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন হামলাকারী ও অন্যজন গোয়েন্দা কর্মকর্তা বলে জানা গেছে। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রাশিয়ার রাজধানী মস্কোতে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দফতরে এই হামলা চালায় বন্দুকধারীরা।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন।
একটি সূত্র জানায়, তিনজন বন্দুকধারী এই হামলা চালায়। তাদের মধ্যে দুজনকে প্রবেশদ্বারের লবিতে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক হামলাকারী পার্শ্ববর্তী ভবনে দৌঁড়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
তবে তিন হামলাকারী নিহতের বিষয়টি অস্বীকার করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, বন্দুকধারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ