Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ইয়াবাসহ যুবতী গ্রেফতার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৫:২৭ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ এক যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতার সুন্দরী যুবতী সানজিদা আক্তার তন্নী (২৩) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মো: মামুনের স্ত্রী।
বৃহস্পতিবার ভোরে নবীনগর বাস কাউন্টারের সামন থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর ইসলাম জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা পালানোর চেষ্টা করলে সন্দেহ হলে তাকে ধরে তার দেহ তল্লাশি প্যান্টের পকেটে রক্ষিত ৩৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার এই যুবতী দীর্ঘদিন যাবত নবীনগর, ডেন্ডাবর, পল্লীবিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় ইয়াবা পাইকারী বিক্রয় করে আসছিলো।

প্রায় মাসখানেক আগেও তার মা ও ছোট ভাইকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।
মাদক উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ