Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে দু’বাসের সংঘর্ষে নিহত ৫

বিভিন্ন স্থানে নিহত আরো ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রাজবাড়ীতে দু’ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভয়নগরে ৩, নেত্রকোনা, কক্সবাজার ও ঝালকাঠিতে ২ জন করে, নোয়াখালী, রংপুর ও ঝিনাইদহে একজন করে। আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজবাড়ী : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গতকাল বুধবার বিকেলে দুর্গাপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্র্ষে মারা গেছে ৫ জন। এ ঘটনায় আহত হয়েছে ২৪ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থা ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত এক জন হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার ফরমান মন্ডল।

ফায়ার সার্ভিস রাজবাড়ীর উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লালন পরিবহন রাজবাড়ীর দুর্গাপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরিফ এক্সক্লুসিভ নামের অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন রাজবাড়ী সদর হাসপাতালে ২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী ও ঠিকাদারের একজন কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে পৃথকভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে প্রেমবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আকিজ জুট মিলের সামনে ট্রাক চাপায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনে কর্মরত কর্মচারী নিহত হয়েছেন।

কক্সবাজার : স্বপরিবারে বাড়ি ফেরার পথে সৌদিয়া-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত ও তিনজন গুরুত্বর আহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহতদের মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন,ইউনিয়নের হেতালিয়া পাহাড় গ্রামের মৃত ছাবের আহমদের পুত্র সিএনজি চালক নুরুল আলম প্রকাশ নুরু ৩২), তার পুত্র মনুর আলম(৮) সে জলিলিয়া ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের বাইপাসমোড়ে মাইক্রোবাস ও টমটম গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম আলী খান উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সড়ক দুর্ঘটনায় গতকাল মুন্না হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে।

নেত্রকোনা : নেত্রকোনা জেলার অভ্যন্তরীন কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথর বুঝাই লড়ির সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকন্দা উপচেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূঁইয়ার ছেলে কাইয়ুম ভূঁইয়া (৫৫)। আহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২), একই ইউনিয়নের নিলাখালী গ্রামের মৃত-হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-ল²ীপুর সড়কে যাত্রীবাহী বাস চাপায় সাইমুন হোসেন (৮) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে নোয়াখালী-ল²ীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইমুন হোসেন ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের কাজী বাড়ীর বাদশা মিয়ার ছেলে। সে ছয়ানী ফাজিল মাদরাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার মোহরম বাড়ীর সামনে দিয়ে রাস্তার পার হচ্ছিল সাইমুন। এসময় ফেনী থেকে ল²ীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা ক্লাসিকের একটি দ্রæতগতির যাত্রীবাহী বাস সাইমুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজাপুর ( ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মো. দেলোয়ার সিকদার (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত সানু সিকদারের ছেলে এবং রাজাপুরে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ শ্রমিক ছিলেন। এ ঘটনায় ট্রাকের হেলপার শাওন উত্তেজিত জনতার গণধোলাইয়ে আহত হন এবং ট্রাকের চালক মো. সোহাগকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বেনজির আহম্মেদ (৪২)নামে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার পেট্রোল পাম্প নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারটির ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক কারটিকে থানায় নিয়ে আসে।
বেনজির আহম্মেদ উপজেলার কালুপাড়া ইউপির বৈরামপুর হাজিপাড়া গ্রামের আইয়ুব আলির ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ