নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে এখন পর্যন্ত মান রেখেছেন স্বাগতিক বাংলাদেশের তিন শাটলার। এরা হলেন- আবদুল হামিদ লোকমান, সিবগাত উল্লাহ ও উর্মি আক্তার। বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে এই টুর্নামেন্টের খেলা। এদিন বিদেশী শাটলারদের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করছেন বেশীরভাগ স্থানীয় শাটলাররা। তবে এদের মধ্যে ব্যাতিক্রম ছিলেন এককে লোকমান ও মিশ্র দ্বৈতে সিবগাত উল্লাহ ও উর্মি আক্তার জুটি। পুরুষ এককে লোকমান ১৯-২১, ২৪-২২, ২১-১৭ পয়েন্টে (২-১ সেটে) শক্তিশালী ভারতের সাই প্উথবি সারানামকে হারিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা পান। মিশ্র দ্বৈতে সিবগাত ও উর্মি জুটি ২১-৯, ২১-১৭ পয়েন্টে (২-০ সেটে) নেপালের দেব রাজ রানা ও জেসিকা গুরুংকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন। বুধবার পুরুষ ও নারী একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলাদেশের মারুফ ২-০ সেটে স্বদেশী যায়েদ বিন জয়নালকে, সিবগাত ২-০ সেটে স্বদেশী আনোয়ারকে হারিয়ে প্রি- কোয়ার্টারে জায়গা করে নেন। এছাড়া নারী দ্বৈতে থাইল্যান্ডের জিয়ানতানেত ও সুদচয়েছম জুটি ২-০ সেটে রহিমা ও নাসিমা জুটিকে, মহিলা এককে ভারতের আধায়া প্রসার ২-০ সেটে বাংলাদেশের অন্তরাকে, ভারতের লিখিতা শ্রীবাস্তব ২-০ সেটে নেপালের জেসিকা গুরুংকে হারায়। পুরুষ এককে মালয়েশিয়ার ঝেন ইয়ে অং ২-০ সেটে বাংলাদেশের গৌরব সিংকে, ইয়ন ইয়োগেন ২-০ সেটে বাংলাদেশের হাবিবুর রহমানকে, ফাজরিক মোহাম্মদ ২-০ সেটে বাংলাদেশের মামুন হোসেনকে, জাস্টিন হো ২-০ সেটে বাংলাদেশের সোয়াদকে, কেন ইয়ং ২-০ সেটে বাংলাদেশের জাহিদ বাপ্পিকে, চং ই জ্যাক ২-০ সেটে বাংলাদেশের মঙ্গল সিংকে, থাইল্যান্ডের আরনিক ২-০ সেটে বাংলাদেশের নাজমুল জয়কে, নেপালের দেব রাজ রানা ২-০ সেটে বাংলাদেশের রহমান ঢালীকে, ভারতের হার্সা জেট্টি ২-০ সেটে বাংলাদেশের শান্তকে, বিকাশ ২-০ সেটে বাংলাদেশের শওকত হোসেনকে, বাংলাদেশের মারুফ মিয়া বাঁধন ২-০ সেটে স্বদেশী যায়েদ বিন জয়নালকে এবং সিবগাত ২-০ সেটে স্বদেশী আনোয়ারকে হারান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।