ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সহ সভাপতি (ভিপি) পদে ৪৪তম ব্যাচের মো. রাকিব হাসান ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে আরও প্রতিদ্বদ্বীতা করেছিলেন- মো. শামীমুজ্জামান ও মো. এহসানুল হক জামি।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪৫তম ব্যাচের মো. মারুফ চান ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে জিহান উদ্দিন প্রতিদ্ব›দ্বীতা করেছিল
বুধবার (১৮ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনকা কমিটির আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বহু বছর ধরে বন্ধ থাকলেও সচল রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।