Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইব্রেরি-সেমিনার কক্ষে পর্যাপ্ত বই চাই

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার স্থান, মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে সৃষ্টি হয় কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ড. ওয়াজেদ, জগদীশচন্দ্র বসু, ড. জামাল, আবুল হুসসাম, ড. ইউনূস, ফজলে হাসান আবেদ। এভাবে সৃষ্টি হয় স্বশিক্ষিত জাতি। যার ফলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ও উন্নতি সাধিত হয়। এই জ্ঞানচর্চার মুখ্য মাধ্যম হলো বই। রবীন্দ্রনাথের ভাষায়, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। কিন্তু ২০০৮ সালে স্থাপিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও সেমিনার কক্ষে পর্যাপ্ত বই না থাকায় মুক্ত জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। স্বল্প সংখ্যক বই থাকলেও জায়গা স্বল্পতায় জ্ঞানচর্চা ব্যাহত হচ্ছে। যার ফলে প্রতিযোগিতার বিশ্বে পিছিয়ে পড়ছে উত্তরবঙ্গের আলোকবর্তিকার ছাত্রছাত্রীরা। অপর্যাপ্ত বই, জায়গার সংকট ও সময় সীমাবদ্ধতার দরুন যে অদৃশ্য সমস্যার সৃষ্টি হচ্ছে, তা অতিদ্রুত সমাধান জরুরি। অতএব, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ, অতি দ্রুত পর্যাপ্ত বই কিনে জ্ঞানচর্চার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করুন এবং বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভান্ডার বৃদ্ধি করুন।
আব্দুস সালাম
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন