Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৬২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে অভিনব কায়দায় মাদক পরিবহন করার সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে ৮৬২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (৩০) ও মো. রুবেল (৩০)।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, র‌্যাব গোয়েন্দা সূত্রে জানতে পারে, ফেনসিডিলের একটি বড় চালান রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকযোগে রাজধানীর উদ্দেশে আসছে। ওই চক্রকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি এবং মাদক দ্রব্যের চালানের গতিবিধি অনুসরণের লক্ষ্যে অবস্থান নেয় র‌্যাব। বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পার্শ্বের সড়কে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। এছাড়া ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৬২ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজশাহীর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরবর্তীতে ফেনসিডিলের চালানগুলো বিশেষ কৌশলে ট্রাকে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। এই চক্রের অন্যতম সদস্য রাজশাহী জেলার জনৈক মাদক ব্যবসায়ী। সে অবৈধভাবে ফেনসিডিলের চালান দেশে নিয়ে এসে ধৃত আসামি মোহাম্মদ আলী ও রুবেলের মাধ্যমে ঢাকা ও আশপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে পাইকারী মূল্যে বিক্রয় করে।

সূত্র জানায়, আটক মোহাম্মদ আলী জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন ট্রাক চালক। একসময় গাজীপুরে একটি রিকশা গ্যারেজে কাজ করত। সে দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে মাদকের চালান ঢাকায় নিয়ে আসে। চালান প্রতি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পেতো ৩০ হাজার টাকা। মাদক পরিবহনে গ্রেফতারকৃত আসামি রুবেল তার সহযোগী হিসেবে কাজ করে। আটক রুবেল চালান প্রতি পেতো ১৫-২০ হাজার টাকা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ