বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘদিন প্রেম অতঃপর বিয়ে। মেহেদীর রং না শুকাতেই খুন। নববধূ সুরমা ইসলাম মীমকে খুন করে পালিয়ে যান স্বামী মো. জাবেদ হোসেন। গতকাল রোববার বন্দর আবাসিক এলাকার ইস্ট কলোনি পি-ব্লকের একটি বাসা থেকে মীমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী ইনকিলাবকে বলেন, দীর্ঘদিন প্রেম করার পর ১ ডিসেম্বর আদালতে তারা বিয়ে করেন। এরপর থেকে ইস্ট কলোনির ওই বাসায় সাবলেট হিসেবে সংসার জীবন শুরু করে। সকালে জাবেদ তার স্ত্রীর এক বান্ধবীকে ফোন দিয়ে বাসায় যেতে বলেন। তাকে জানান, মীম খুব অসুস্থ, তাকে যেন দেখে আসে। ওই বান্ধবী বাসায় গিয়ে দেখেন খাটে রক্তাক্ত লাশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার হয়েছে জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে এ বটি দিয়ে তার গলাকাটা হয়। ঘটনার পর থেকে জাবেদ পালিয়ে থাকায় খুনের ব্যাপারে তাকেই সন্দেহ করা হচ্ছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি। জাবেদের গ্রামের বাড়ি ঝালকাঠি। তিনি পেশায় কন্টেইনারবাহী লরি চালক। মীম একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।