Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌ বাহিনীতে অনারারি কমিশন প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সরকার বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে ১৯ জনকে অনারারী ক্যাপ্টেন ও ৩৪ জনকে অনারারী লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ২৩ জনকে মাস্টার চীফ পেটী অফিসার(এমসিপিও)- পদে পদোন্নতিদান পূর্বক অনারারী কমিশন প্রদান করেছেন। এ পদোন্নতি ১৬ ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকর হবে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে উন্নীতদের মধ্যে রয়েছেন-অনারারী লেফটেন্যান্ট(গানার) মো. নজরুল ইসলাম আর্টিলারি, অনারারী লেফটেন্যান্ট(ডিএমটি) মো. বাহার আলম,আর্টিলারি, অনারারী লেফটেন্যান্ট (ডিএমটি) মো. রেজাউল করিম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (টিএ) মো. লুৎফর রহমান, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবস) শরীফ গোলজার রহমান, সিগন্যাল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ইলিয়াস, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আল মাসউদ, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আবুল কালাম,এসপিপি, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম, এসজিপি, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ইয়াকুব আলী, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) শেখ রেজাউল কবীর,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) কাজী জসিম উদ্দিন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: ফারুক হোসেন খান, বীর; অনারারী লেফটেন্যান্ট(এসএমএস) মো. মিনারুল ইসলাম, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মোহাম্মদ হাদিছুর রহমান, এএসসি; অনারারী লেফটেন্যান্ট(এসএমএস) মো: আনোয়ার হোসেন, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এ্যান্সিলারি) মো. মনিরুল ইসলাম, ইএমই; অনারারী লেফটেন্যান্টএএ(এসি) মো. কায়কোবাদ ইসলাম, ইএমই।

সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:-মাষ্টার ওয়ারেন্ট অফিসার(ওসিইউ) মো. জসিম উদ্দিন,আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(ডিএমটি) এম মহিউদ্দিন খাঁন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) মো. আবুল হোসেন খান,আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(ডিএমটি) মো. শহিদুল ইসলাম,বিএসপি, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. বশির উদ্দিন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(ওয়াইঅবএস) গাজী মোহাম্মদ মহসিন,সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: মোহাম্মদ মোকলেছুর রহমান, সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো. ইউসুফ আলী,সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো. এমদাদুল হক,সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আলী হোসেন,ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. জহিরুল ইসলাম ভূঞা, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(জিডি) মো. দুলাল উদ্দিন,ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(জিডি) মো. এমদাদ হোসেন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. খন্দকার মো. শাহীন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ব্যান্ডসম্যান) মো. জিল্লাল শিকদার, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আজিজুল হক, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার ( জিডি) মো. এ কে এম মজিবুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(জিডি) মো. আক্তার হোসেন, এসজিপি, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার ( জিডি) আবুল কালাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. ইদ্রিস আলম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আবু বক্কর ছিদ্দিক,বীর;মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মোহাম্মদ কবীর হোসেন,এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার ( এমটি) মো. আবদুর রহিম, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার ( এসএমএস), গাজী মোহাম্মদ এমাদুর রহমান, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. জামাল উদ্দিন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(এমটি) মো. বেলায়েত হোসেন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মতিয়ার রহমান মোল্লা, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(এএটিটি) মো: আনোয়ার হোসেন,ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. আজাদ হোসেন,ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার(এএভেহি:) মল্লিক আব্দুর রহমান,ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মো. আলকাছ মিয়া,ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোজাম্মেল হক, সিএমপি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ড্রেসার) এসএমআবু দাউদ,আরভিএফসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) সরদার গোলাম কিবরিয়া,এইসি।

বাংলাদেশ নৌবাহিনী:- এদিকে বাংলাদেশ নৌবাহিনীর মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- শ্রী ভোলা নাথ চন্দ্র, এমসিপিও (ই) পিসিজিএমএস; খোকন কুমার বিশ^াস, এমসিপিও(এস/ডব্লিউ); মোহাম্মদ রফিকুল ইসলাম, এমসিপিও(ই); মোহাম্মদ আবদুল বারী, এমসিপিও(এক্স)(কিউআরপি-১); মোহাম্মদ শাহজাহান কাজী, এমসিপিও(এক্স)(পিটি-১); মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের, এমসিপিও(এল); শচীন্দ্র নাথ মন্ডল, এমসিপিও(ই); প্রদ্যুৎ কুমার গোলদার, এমসিপিও(আর); মোহাম্মদ নুরুজ্জামান,এমসিপিও(ও/ই); মো: গোলাম নবী, এমসিপিও(এক্স)(জিএ-১); মোহাম্মদ নজরুল ইসলাম, এমসিপিও(এক্স) (জিআই); মোহাম্মদ সেলিম মিয়া,এমসিপিও(কম); মোহাম্মদ শামসুল হক,এমসিপিও(এক্স)(জিএ-১); মোহাম্মদ নুরুল ইসলাম, এমসিপিও, (এক্স)(এফসি-১), মোহাম্মদ মোজাম্মেল হক,এমসিপিও(এস); মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এমসিপিও(রেগ); মোহাম্মদ আবু আলম মিয়া, এমসিপিও(ই); মোহাম্মদ আবদুল কুদ্দুস, এমসিপিও(এক্স)(সিডি-১),এনইউপি; মোহাম্মদ আবদুস সাত্তার সরকার, এমসিপিও(এক্স)(কিউএ-১); মো. জহির হোসেন চেীধুরী, এমসিপিও(এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ মহরম আলী,এমসিপিও (এক্স)(কিউএ-১); মোহাম্মদ আবুল হাসেম মিয়া, এমসিপিও(মেড)(আইসিএ); মোহাম্মদ রুহুল আমিন, এমসিপিও(এস)।-আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় দিবস

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ