Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন ও লিনহ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ৮:৫০ পিএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে ভারতের লক্ষণ সেন এবং নারী এককে ভিয়েতনামের থুই লিন্হ চ্যাম্পিয়ন হয়েছেন। রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে সাবেক জুনিয়র বিশ^চ্যাম্পিয়ন ভারতের লক্ষণ সেন ২২-২০ ও ২১-১৮ পয়েন্টে সরাসরি সেটে মালেশিয়ার লিওনঙ্গ জুন হাওকে হারিয়ে শিরোপা জয় করেন। নারী এককের ফাইনালে ভিয়েতনামের থুই লিন্হ ২১-৮ ও ২১-১৬ পয়েন্টে সরাসরি সেটে আমেরিকার ক্রিষ্টাল প্যানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । এছাড়া নারী দ্বৈতে মালেশিয়ার তান পিয়ারলি কুনঙ্গ ও থিনাহ মুরালিথারান জুটি, পুরুষ দ্বৈতে মালেশিয়ার ইয়াজুন চ্যানঙ্গ ও কাই ওয়াঙ্গ টি শিরোপা জিতে নেন। আর মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার হু প্যান রুন ও চিহা ইয়া সি শিরোপা জয় করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকাশ ডিটিএইচের হেডঅব প্ল্যানিং জিয়া হাসান খান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ