Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় ৫ লিটার চোলাই মদ সহ মাদক বিক্রেতা গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ৭:০১ পিএম

পর্যটন নগরী কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা ৫ লিটার চোলাই মদ সহ পেশাদার মাদক বিক্রেতা মো: মেহেদি হাসান মুরাদ (২৪) কে গ্রেফতার করেছে।

শনিবার রাত অনুমান ১১টার দিকে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া ও উপ-পরিদর্শক মো: রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম মুরাদকে আটক করে। গ্রেফতারকৃত মুরাদ বরিশাল জেলার চরমোনাই এলাকার বিশ্বাসের হাট এর মৃত সাইয়েদুর রহমান চুন্নু মিয়ার ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে মুরাদ কে ৫ লিটার চোলাই মদ সহ কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থেকে যুব সমাজের তথা দেশের ক্ষতি সাধন করে আসছিল।
এ ঘটনায় মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ