Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসলামী শাসনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন বলেছেন, আল কোরআনের আইন ও ইসলামী শাসনই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তখনই শ্রমিক কৃষকসহ সকল কর্মজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। সমাজে সৎ কাজ ও মানুষের কল্যাণ হবে এবং অসৎ কাজে আসবে বাধা। যাকাত নেয়ার মানুষ পাওয়া যাবে না।
তিনি গতকাল শুক্রবার ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখা আয়োজিত উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল তরবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন পরিষদ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহেদ মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ নাসিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ উপজেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ খবীরুদ্দীন। প্রধান অতিথি আরো বলেন, আমরা অনেকেই ইসলামী শাসন চাইনা। কারণ আমরা পরকালকে ভয় পাইনা। দুনিয়ার ভোগবিলাশ পছন্দ করি, পরকালের ভয় আমাদের মাঝে আসলেই ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। আসুন আমরা পরকালকে ভয় করি দুনিয়ার লোভলালসা ছেড়ে দিই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ