Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-৮ আসনে ৮ জনের মনোনয়ন জমা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম


চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর জুবিলী রোডের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ ৬ জন। এর আগে বুধবার বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানসহ দুইজন মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ১৫ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। প্রত্যাহারের সময় শেষে ২২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ। অন্য প্রার্থীরা হলেন- বিএনএফ’র আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশ গুপ্ত, গণফোরামের উত্তম কুমার চৌধুরী, ইসলামিক ফ্রন্টের ফরিদুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদের মঈনুদ্দিন খান বাদলের ইন্তেকালে এ আসনটি শূন্য হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ