Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দার মুখে ভারতের অর্থনীতি : এডিবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:২৬ এএম

ভারতের অর্থনীতি মন্দার মুখে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া। এডিবি জানায়, আগামী অর্থবছরে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক এক শতাংশের আশেপাশে থাকবে। তবে বেশকিছু সহায়ক নীতিমালা গ্রহণ করলে এই অর্থবছরের মধ্যেই জিডিপির প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন এডিবির অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ পাঁচ শতাংশের নিচে ঘোরাফেরা করছে। গত কয়েক মাস ধরেই দেশটির জিডিপি নিম্নমুখী হওয়ায় উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এডিবির মতে, ভারতে কর্মসংস্থান ও গ্রামীণ পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং নন-ব্যাংকিং সেক্টরে সংকট ও উত্থানপতন এই অবস্থার জন্য দায়ী। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি, চাষিদের ফসলের ন্যায্য দাম না পাওয়াসহ বেশকিছু কারণ ভারতের জিডিপির প্রবৃদ্ধি বাড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করে এডিবি। ওয়ান ইন্ডিয়া।

 

 



 

Show all comments
  • ash ১৩ ডিসেম্বর, ২০১৯, ৫:৩০ এএম says : 0
    VERY GOOODDDDDDD
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ