Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাতির ইতিহাসে স্বপ্নভঙ্গ ইন্টারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নকআউট পর্বে খেলা নিশ্চিত করে রেখেছিল আগেই। লিওনেল মেসি, জেরার্ড পিকে, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, আর্থার মেলো, ওসমানে ডেম্বেলে, জর্দি আলবা ও সার্জি রবার্তোকে বিশ্রামে রেখেই তাই সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল আর্নেস্তো ভালভার্দের দল। বলা যায় প্রায় দ্বিতীয় সারির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল ইন্টার। কিন্তু এমন দলের সঙ্গেও পারল না আন্তোনিও কন্তের দল।

শেষ সময়ে বদলি নেমে গোল করে ইন্টারের স্বপ্ন ভেঙেছেন বার্সেলোনার ১৭ বছর বয়সী উইঙ্গার আনসুমান ফাতি। ২-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে ইন্টার। গ্রুপের অন্য ম্যাচে সøাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গী বরুসিয়া ডর্টমুন্ড।

এই মৌসুমে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ফাতি। গিনি বিসাউয়ে জন্ম নেওয়া এই ফুটবলারের গত আগস্ট মাসেই মাত্র ১৬ বছর ২৯৮ দিন বয়সে অভিষেক হয় বার্সেলোনার মূল দলে। বার্সেলোনার হয়ে তার চেয়ে কম বয়সে মূল দলে অভিষেক হয়নি অন্য কারও। কেন তাকে এখনই বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে, সেটা জানান দিয়েছেন এর কয়েক দিন পরেই। ১৬ বছর ৩০৪ দিন বয়সেই ওসাসুনার বিপক্ষে লা লিগায় গোল করে হয়েছেন বার্সেলোনার ইতিহাসে লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা।

গত ১৭ সেপ্টেম্বর ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নেমে হয়েছেন চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড়। সেদিন তার বয়স ছিল ১৬ বছর ৩২১ দিন। আর ইন্টারের বিপক্ষে গোল করে হয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই সর্বকনিষ্ঠ গোলদাতা। ১৯৯৭-৯৮ মৌসুমে অলিম্পিয়াকোসের ঘানাইয়ান স্ট্রাইকার পিটার ওফোরি কায়ে রোসেনবার্গের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে গড়েছিলেন আগের রেকর্ডটা। তখন তার বয়স ছিল ১৭ বছর ১৯৫ দিন। গোলের দিন ফাতির বয়স ছিল ১৭ বছর ৪০ দিন।

ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বার্সেলোনা। গ্রুপ রানার্সআপ হওয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১০। ৭ পয়েন্ট নিয়ে বিদায় নিল ইন্টার। সালসবুর্কের মাঠে ২-০ গোলে জিতে ‘ই’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এই গ্রুপের আরেক ম্যাচে হেঙ্ককে ৪-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠেছে নাপোলি।

আরেক ম্যাচে লিলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করায় শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। স্ট্যামফোর্ড ব্রিজে পরশু চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে লিলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। প্রথম দেখায় ফরাসি দলটির মাঠে একই ব্যবধানে জিতেছিল ইংলিশ ক্লাবটি। ভালেন্সিয়ার মাঠে ১-০ গোলে হেরে আসর শুরু করা চেলসি পরের পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হলো। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে আয়াক্সের মাঠে ১-০ গোলে জেতা ভালেন্সিয়ার সংগ্রহও সমান ১১ পয়েন্ট। তবে চেলসির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গ্রুপ সেরা হয়েছে স্প্যানিশ ক্লাবটি।

‘জি’ গ্রুপে আগেই শেষ ষোলো নিশ্চিত করা লাইপজিগের সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করে নকআউট পর্বে পৌঁছেছে লিওঁ। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা লাইপজিগ। দুটি করে জয় ও ড্রয়ে লিঁওর সংগ্রহ ৮ পয়েন্ট। গ্রুপের অন্য ম্যাচে বেনফিকার মাঠে ৩-০ গোলে হেরেছে জেনিত। সমান ৭ করে পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল দল দুটি।

এক নজরে ফল
নাপোলি ৪-০ গেন্ক
সলজবুর্গ ০-২ লিভারপুল
ডর্টমুন্ড ২-১ স্লাভিয়া প্রাগ
ইন্টার ১-২ বার্সেলোনা
লিও ২-২ লাইপজিগ
বেনিফকা ৩-০ জেনিথ
চেলসি ২-১ লিল
আয়াক্স ০-১ ভ্যালেন্সিয়া

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টার

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ