Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের তাঁবেদারি করছে এ সরকার

বিবৃতিতে বদরুদ্দীন উমর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের চক্রান্তের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রখ্যাত বাম রাজনীতিক দার্শনিক বদরুদ্দীন উপর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তারা গতকাল এক বিবৃতিতে ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মোদী সরকারের নতুন আইন পাশে নিন্দা জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার জনগণকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভক্ত করার ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দক্ষিন এশিয়ার জনগণের অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রাম ও অর্জনকে ধ্বংস করে হিন্দুত্ববাদী মোদী সরকার দক্ষিণ এশিয়া জুড়ে হিন্দুত্ববাদ বিস্তারে দীর্ঘস্থায়ী চক্রান্ত করছে। প্রতিবেশি দেশগুলোতে সাম্প্রদায়িক উস্কানি সৃস্টি করে এসব দেশের সাম্রাজ্যবাদী ভারতের যুদ্ধ বিস্তারের শর্ত সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত। বিবৃতিতে ভারতের লোকসভায় দাঁড়িয়ে হিন্দুত্ববাদী মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতার কঠোর সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ভারতের তাবেদারি করে চলছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ