Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারের কাছেই ক্ষমতা হস্তান্তর করব

নবীন প্রধানমন্ত্রী সানাকে প্রবীণ প্রধানমন্ত্রী মাহাথিরের পরামর্শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রতিশ্রুতি অনুযায়ী আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে স¤প্রতি তৃতীয়বারের মতো সমকামিতা ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। অনেক পর্যবেক্ষক সন্দেহ করছেন, ক্ষমতার দ্ব›দ্বই এখানে ম‚ল কারণ। মাহাথির মোহাম্মদ নির্বাচনপ‚র্ব চুক্তি অনুযায়ী ক্ষমতা ত্যাগ করে আনোয়ারের হাতে আদৌ হস্তান্তর করবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে বিশ্বের ক্ষমতাসীনদের মধ্যে সবচেয়ে প্রবীণ সরকার প্রধান ড. মাহাথির রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগই আসুক না কেন, তিনিই হবেন তার উত্তরস‚রি। ৯৪ বছর বয়সী মাহাথির অবশ্য বলেছেন, আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (আপেক) সম্মেলনের আগে তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছি। আমি সেটাই করবো। তবে আমি মনে করি, আপেক সম্মেলনের প‚র্বে ক্ষমতায় পরিবর্তন বিঘ্ন সৃষ্টি করবে।’ তিনি আরও বলেন, ‘আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে, আমি পদত্যাগ করছি। আমি ব্যাটন তার হাতে ছেড়ে দেবো। মানুষ যদি তাকে না চায়, সেটা মানুষের ব্যাপার। কিন্তু আমি আমার দেওয়া কথা রাখবো, যে অভিযোগই উঠুক না কেন। আমি প্রতিশ্রুতি দিয়েছি। আমি প্রতিশ্রুতি রাখবো।’ তাহলে কি ২০২০ সালের ডিসেম্বর নাগাদ ক্ষমতায় পরিবর্তন আসছে? এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মাহাথির বলেছেন, সময় আসলে দেখা যাবে। রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ। আর সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মারিন। এমন সময় সানা মারিন সরকার প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন দেশটি নতুন করে শিল্প ধর্মঘটের মোকাবেলা করতে যাচ্ছে। আর এ পরিস্থিতিকে সামনে রেখে ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ তাকে কিছু পরামর্শ দিয়েছেন। যে পরামর্শের কথাগুলো উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। বার্তা সংস্থাকে মাহাথির বলেন, যখন আমরা তরুণদের আদর্শে আস্থা রাখি, তখন বয়স্কদের অভিজ্ঞতা বিবেচনা করাও তাদের জন্য গুরুত্বপ‚র্ণ। তিনি বলেন, মারিন সানা যদি বৃদ্ধ নাগরিকদের কথা শোনেন এবং নিজের তারুণ্যময় আদর্শ বজায় রাখেন, তখন এ দুয়ের মধ্যে একটি সমন্বয় ঘটবে। যেটা খুবই ভালো হবে। এদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের মারিন বলেন নিজের বয়স কিংবা লিঙ্গ নিয়ে কোনো ভাবনা নেই আমার। সেসব বিষয়গুলো নিয়েই চিন্তা, যে কারণে আমি রাজনীতিতে এসেছি ও লোকজন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মঙ্গলবার ৩৪ বছর বয়সী সানা মারিনকে আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। সাবেক এ পরিবহনমন্ত্রী পাঁচ দলীয় জোটের হাল ধরেন। আগামী বছর তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধানের দায়িত্ব নিলে জোটের সব দলগুলোর নেতাই হবেন নারী। আর একজন বাদে সবার বয়সই ৩৫ বছরের নিচে। পার্লামেন্টে ৯৯-৭০ ভোটে তার মনোনয়ন নিশ্চিত করার পর তিনি হলেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মাহাথির মোহাম্মদ ও আনোয়ারের মধ্যে সম্পর্কের উঠানামা দীর্ঘদিনের। একসময় মাহাথিরের শিষ্য ও পরবর্তী উত্তরাধিকার ছিলেন আনোয়ার। ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত ২২ বছর ক্ষমতায় ছিলেন মাহাথির। ১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত তার উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। তবে পরে দু’ জনের মধ্যে মনোমালিন্য হলে আনোয়ারকে সরে যেতে হয়। তার বিরুদ্ধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ ওঠে। এরপর মাহাথির স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পর ক্ষমতায় আসা নাজিব রাজাকও আনোয়ারকে সমকামিতার দ্বিতীয় অভিযোগে জেলে পাঠান। রয়টার্স।



 

Show all comments
  • মিনহাজ উশ সিরাজ ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
    Mahathir tumi onek onek,,ato gula valo..allah tomake aro onek valo kaj korar toufik dan koruk..allahummah amin..
    Total Reply(0) Reply
  • Md Nazrul Islam ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • Habib Ullah ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৫ এএম says : 0
    Great leader. His word is word . It's possible in our country ???
    Total Reply(0) Reply
  • Abraham MD ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
    এই উপদেশ টা আমাদের দেওয়া উচিত ছিল, দেশ তো এখন মালয়েশিয়ার চেয়েও উন্নত করে ফেলেছে
    Total Reply(0) Reply
  • Matthew Sangma ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    বুইড়া জানেনা কেমন করে মেয়েটা প্রধানমন্ত্রী হলো ওনার আপনার উপদেশের প্রয়োজন নাই
    Total Reply(0) Reply
  • Amir Hossin ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
    অসাধারণ।।
    Total Reply(0) Reply
  • নীল প্রজাপতি ১২ ডিসেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
    মাহাথিরের কল্যাণ কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ