Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বীনি শিক্ষার প্রসারে জামেয়া সুন্নিয়ার ভূমিকা প্রশংসনীয়

সালানা জলসায় আল্লামা তাহের শাহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ বলেছেন, দ্বীনি শিক্ষার প্রসারে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা অনন্য ভূমিকা পালন করছে। গত রোববার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া সুন্নিয়ার সালানা জলসায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ। প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেম শাহ বলেন, ইসলামের শাশ^ত আদর্শ প্রতিফলনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রধান আলোচক আল্লামা হামিদ শাহ বলেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এ দেশের বিভিন্ন অঞ্চলে সুন্নী আক্বীদায় প্রতিষ্ঠিত মাদরাসাগুলো ইসলামী শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখছে।
সালানা জলসায় বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিসট্যান্ট সেক্রেটারি গিয়াস উদ্দীন সাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী সামশুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, ওরস উদযাপন উপ-কমিটির সচিব মুহাম্মদ সাদেক হোসেন প্রমুখ। জলসায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পেশ করেন অধ্যক্ষ মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। তাকরীর করেন মুফতী কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ। সিলসিলার কার্যক্রম পরিচালনা করেন আল্লামা মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী। জলসায় ইবতেদায়ী ১ম থেকে আলিম ২য় বর্ষের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার এবং হিফয বিভাগ (২০১৮-২০১৯), কামিল হাদীস, ফিকহ, তাফসীর (২০১৭-২০১৮) ও কামিল মাস্টার্স (২০১৫ সালে) উত্তীর্ণ প্রায় ৮শ শিক্ষার্থীকে দস্তারে ফযীলত প্রদান করা হয়। পরে মুসলিম মিল্লাতের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বীনি শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ