বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় তিন হাজার কেজি জাটকাসহ মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে তনু এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল শেষ বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি তেলের পাম্পের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ পৌর শহরের তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ জাটকা ইলিশ আটক করে। এ সময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে গেলেও মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম নামের একজন ও তিন হাজার কেজি জাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।