Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

শীর্ষে যুক্তরাষ্ট্র

২০১৮ সালে বিশ্বজুড়ে অস্ত্র ব্যবসার পরিমাণ প্রায় পাঁচ শতাংশ বেড়েছে এবং অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর বিশ্বের প্রধান ১০০টি অস্ত্র প্রস্তুতকারী সংস্থা ৪২০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। সোমবার স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রয়টার্স।


চেক প্রজাতন্ত্রে নিহত ৬

চেক প্রজাতন্ত্রের উত্তরপূর্বাঞ্চলীয় শহর অস্ত্রাভার একটি হাসপাতালে এক বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার পরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্টমন্ত্রী জন হামাচেক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হাসপাতালটিতে এক হামলাকারীর গুলিতে চার জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়। পরে আহত ওই দুই জনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জন হয় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম বোইতেশ চেক রেডিওকে জানিয়েছেন। রয়টার্স।


৯ সেনা নিহত

আফগানিস্তানে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলা চালানো হয়। পরে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। হেলমান্দ প্রদেশের নাদ-আলি অঞ্চল যেখানে তালেবানদের আধিপত্য বেশী, সেখানে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ভয়েস অফ আমেরিকা।

নামাজ পড়লে ফি

মসজিদে নামাজ পড়লে দিতে হবে ফি। ইয়েমেনের সানায় এক মসজিদে এমন নোটিশ দিয়েছে হুতি বিদ্রোহীরা! ঐ মসজিদের গেটে হুতিদের দেয়া নোটিশে বলা হয়েছে, ভোরে নামাজ পড়লে দিতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ টাকা। তবে জুমার নামাজসহ সপ্তাহে অন্যান্য দিনে নামাজে অংশ নেওয়া ব্যক্তিদের ৫০ ইয়েমেনি রিয়াল প্রদান করতে বলা হয়েছে। রমজানের সময় তারাবি নামাজ আদায় করতে হলে গুনতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল। দ্য নিউ আরব নিউজ।


নিউজিল্যান্ডে নিহত ১৩

নিউজিল্যান্ডের পর্যটক কেন্দ্র হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের বরাতে আন্তজার্তিক গণমাধ্যমগুলো জানায়, হোয়াইট আইসল্যান্ডে এখন কারো জীবিত থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়া জাসিন্ডা আরডান জানান, অগ্ন্যুৎপাতে হতাহতদের মধ্যে নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকরা
রয়েছেন। রয়টার্স।


মস্কো-কিয়েভ সম্মত

রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানির নেতারা ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছেন। চার দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার পরেই এ সম্মতি প্রতিষ্ঠিত হয়। সোমবার প্যারিসে শীর্ষ বৈঠকের পর যৌথ ঘোষণাপত্রে এ সম্মতির কথা জানানো হয়। ঘোষণাপত্রে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে সব পক্ষ পরিপূর্ণ এবং ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। চলতি ২০১৯ সাল শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সমর্থন দেয়ার তাগিদ দেয়া হয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ