বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১১দফা দাবিতে চট্টগ্রামে আমরণ অনশনে বসেছে নয়টি পাটকলের শ্রমিকেরা। নগরীর আমীন জুটমিল গেইটে মঙ্গলবার সকাল থেকে চলছে এই কর্মসূচি।
এর আগে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সভা-সমাবেশ, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করে আমীন জুটমিলসহ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা।
মিল গেটে পূর্বঘোষিত আমরণ কর্মসূচি শুরু হলে তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন মিলের শ্রমিকেরা যোগ দেন। তারা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান নেন।
আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামেও এই আমরণ অনশন চলছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে জড়ো হয়েছেন। সেখানে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।