পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ব্যাপারে তুরস্কেও গণভোট হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। দীর্ঘদিন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের সদস্যপদের বিষয়টি ঝুলে থাকার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন তিনি। ৫৩ বছর অতিবাহিত হলেও এ ব্যাপারে ইইউ’র পক্ষ থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি। তুরস্কের ব্যাপারে ইইউ’র মনোভাবেরও কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে এক সমাবর্তন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা ব্রিটেনের মতো জনগণের ওপর বিষয়টি ছেড়ে দিতে পারি। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ব্যাপারে আমরা আলোচনা অব্যাহত রাখবো না এখানেই ইতি টানবো তা গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে জানতে পারি। এক্ষেত্রে জনগণ যদি বলে আলোচনা অব্যাহত থাকুক তাহলে আমরা তা চালিয়ে যাব। এরদোগান বলেন, তুরস্ক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন সদস্য হিসেবে আমাদের মেনে নিতে চায় না। আমরা এটা জানতাম। কিন্তু তারপরেও আমরা আমাদের আন্তরিকতা দেখানোর চেষ্টা করেছি। এরদোগান বলেন, তুরস্ককে ১৯৬৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। দীর্ঘ ৫৩ বছর পার হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক গণভোটে ইইউ ত্যাগের পক্ষে অভাবিত রায় দিয়েছে। বিবিসি ও ডেইলি মেইল জানায়, ইইউ ত্যাগের পক্ষে ভোট পড়েছে ৫২ ভাগ আর ইইউতে থাকার পক্ষে ৪৮ ভাগ। এখন পর্যন্ত ইইউ ত্যাগের পক্ষে ১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৭৫৫ ভোট পড়েছে। অন্যদিকে বিপক্ষে পড়েছে ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৮২০ ভোট। গত বৃহস্পতিবারের ওই গণভোটে ভোট পড়েছে ৭২.২ শতাংশ। লন্ডন ও স্কটল্যান্ড ইইউতে থাকার পক্ষে জোরালো মত দিয়েছে। তবে উত্তর ইংল্যান্ডে খুবই খারাপ করেছে ইউতে থাকার পক্ষ। ওয়েলস ও ইংলিশ শায়ার ইইউ ত্যাগের পক্ষে বিপুল সংখ্যায় ভোট দিয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে, লিভ ক্যাম্প জনমত জরিপের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। বিবিসি, রয়টার্স, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।