মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিলিতে ৩৮ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনী বলেছে, সোমবার রাতে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরেই রাডারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সেনাবাহিনী এলার্ট জারি করে উদ্ধার অভিযান শুরু করে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, সি-১৩০ হারকিউলিস বিমানটিতে ১৭ জন ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন বেসামরিক।
এ ঘটনার পর চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা টুইটারে বলেছেন, তিনি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। বিমানটি স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পুনটা এরিনাস থেকে বিকাল ৪টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু ৬টা ১৩ মিনিটে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।