Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বাস থেকে ৬০ মণ জাটকা উদ্ধার, চালক ও হেলপারকে দণ্ড

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৪:৪৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যামাণ আদালত। রবিবার রাতে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কে রাজাপুরের বাঘড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা ও চালকের সহকারীকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের বক্সে ৩৩টি কার্টুনে জাটকা ইলিশ ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাস থেকে ৬০ মণ জাটকা ইলিশ উদ্ধার করে। এসময় বাস চালক সৈয়দ আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ট্রাক্টর ও জাটকা ইলিশের মালিক কৌশলে পালিয়ে যায়। রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং চালকের সহকারীকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ রাতেই বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ