Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্ত দিন, জীবন বাঁচান

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে অন্য একজন সুস্থ মানুষকেই এগিয়ে আসতে হয়। যথাসময়ে পর্যাপ্ত পরিমাণ রক্ত সংগৃহীত না হওয়ার মূল কারণ হলো, মানুষের মাঝে রক্তদানের সম্পর্কে এখনও রয়েছে অনেক ভুল ধারণা ও ভয়। ১৬ কোটি মানুষের এই জনবহুল দেশে প্রতি বছর প্রয়োজনীয় ৯ লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করা কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। রক্তদানের উপকারিতা, যোগ্যতা ও ভুল ধারণার মানুষকে বুঝিয়ে সচেতন করতে হবে। শুধু সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশে রক্ত সমস্যার সমাধান সম্ভব। তাই নিজের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, পরিচিত মানুষের রক্তের গ্রুপ জেনে রাখুন এবং নোট করে রাখুন। রক্তদান কী তখনই বুঝবেন, যখন আপনজনের জন্য রক্তের প্রয়োজন হবে। রক্ত দিন, জীবন বাঁচান। মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান।
আলমগীর হোসেন হাসিব
সাতক্ষীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন